- অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণে প্রধানত তিনটি পদ বা অংশ
থাকে।[উপপদ(Prefix)
+ শব্দ মূল (Word root) + পরপদ (Suffix)]
- প্রথমে বৃহত্তম কার্বন শিকল (মূল শিকল) নির্বাচন করতে হবে,
তারপর শাখা নির্বাচন করতে হবে।
- যে পাশ থেকে নাম্বারিং করলে কাছে এবং অধিক সংখ্যক মূলক/পার্শ্ব
শিকল পাওয়া যাবে সেই পাশ থেকেই নাম্বারিং করতে হবে।
- উভয় দিক থেকে একইরকম মূলক একই অবস্থানে থাকলে, সেক্ষেত্রে
যেদিক থেকে শাখাগুলোর অবস্থানের যোগফল ছোট হবে সেদিক
থেকে নাম্বারিং করতে হবে।
- পার্শ্বশিকল এ পুনরায় পার্শ্বশিকল বা প্রতিস্থাপক থাকলে
প্রধান শিকলের সাথে যুক্ত কার্বন পরমাণুকে ১ নং ধরে এর বড় শিকলের কার্বন পরমাণুগুলিকে নাম্বারিং করা হয়
এক্ষেত্রে প্রতিস্থাপকটির নাম সর্বদা একটি ব্র্যাকেটের মধ্যে লেখা হয়।
- যদি মূল শিকলে ভিন্ন ভিন্ন মূলক/শাখা থাকে সেক্ষেত্রে ইংরেজি
বর্ণমালা অনুসারে উচ্চারণে যেটি আগে আসবে সেটি আগে লেখে ক্রমানুসারে (অ্যামিনো, ইথাইল,
মিথাইল) সাজিয়ে লেখতে হবে।
- এক জাতীয় মূলক একাধিক থাকলে ডাই (2টি থাকলে), ট্রাই (3টি
থাকলে) টেট্রা (4টি থাকলে) ইত্যাদি উল্লেখ করতে হয়।
- জৈব যৌগে কার্যকরীমূলক বা পার্শ্বশিকলের অবস্থানকে সংখ্যা
দ্বারা প্রকাশ করতে হবে।
- প্রতি অবস্থানের জন্য আলাদা সংখ্যা ব্যবহার করা হয়।
- সংখ্যাগুলোর মাঝে কমা (,) এবং সংখ্যা ও শব্দের মাঝে হাইপেন
(-) ব্যবহার করতে হয়।