অশ্বমন্ডল বা শিলামণ্ডল কি? উত্তর: অশ্বমন্ডল বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ-উপগ্রহসমূহের এমন একটি স্তরকে বোঝানো হয় যেটি মূলত বহিরাবরণ হিসাবে কাজ করে থাকে। এ স্তর কঠিন শিলা দ্বারা গঠিত বলে একে শিলামণ্ডলও বলে।