স্থিতি ও গতি জড়তা [১.১.১]

 ✅টেক্স বই থেকে আলোচনা-

তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাক, এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে তখন তোমরা লক্ষ করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থানেই স্থির থাকতে চায়, সেজন্য তোমার শরীরের উপরের অংশ পেছন দিকে হেলে পড়ে, এবং তুমি পড়ে যেতে উদ্যত হও। একটি গ্লাসের ওপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের ওপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও, দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে (চিত্র ১.১)। অর্থাৎ, কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে। এই যে, স্থির থাকা একটি বস্তু স্থির হয়েই থাকতে চায়, এই ঘটনাকে 'স্থিতি জড়তা' (Static Inertia) বলে।


তোমরা নিশ্চয় খেয়াল করেছ যে, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেয়া হলে আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায়। ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে কিন্তু আমাদের শরীরের উপরে অংশ তখনো গতিশীল রয়ে গেছে, এজন্য সেটি সামনে হেলে পড়ে। তোমরা কি কখনও কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছ? যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না খানিকটা দূরত্ব দৌড়ে যায়, তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে, তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না নিলে সে হুমড়ি খেয়ে পড়ে যাবে (চিত্র ১.২)। এই যে, গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়- এই ঘটনাকে 'গতি জড়তা' (Dynamic Inertia) বলে।

 প্রশ্ন-উত্তের মাধ্যমে আলোচনা-

১। জড়তা কি?

উত্তর: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে।

২। জড়তা কিসের ওপর নির্ভর করে?

উত্তর: জড়তা বস্তুর ভরের ওপর নির্ভর করে।

৩। স্থিতি জড়তা (Static Inertia) কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বা ধর্মকে স্থিতি জড়তা বলে।

স্থিতি জড়তার উদাহরণ-

১। স্থির বা ট্রেন হঠাৎ চলতে শুরু করলে পিছনে ঝুকে যাওয়া।

২। গ্লাসের ওপর কাগজে একটি মুদ্রা রেখে কাগজটি টান দিলে মুদ্রাটি গ্লাসে পড়ে যাওয়া।

৩। কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয় ধুলা বের করা।

৪। গতি জড়তা (Dynamic Inertia) কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্মকে তি জড়তা বলে।

গতি জড়তার উদাহরণ-

১। চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দিলে সমনে ঝুকে যাওয়া।

২। চলন্ত গাড়ি থেকে নামে দাড়াতে চাইলে হুমড়ি খেয়ে পড়া। 

Next Post Previous Post