হরিপদ কাপালী
হরিপদ কাপালী বাংলাদেশের ঝিনাইদাহ জেলার সদর উপজেলার এনায়েতপুর গ্রামের কৃষক। ১৯৯৬ সালে তিনি নতুন জাতের ধান উদ্ভাবন করেন, সেটি তার নামে হরি ধান হিসেবে পরিচিতি পায়।
তিনি ধান ক্ষেতের মধ্যে কিছু কিছু ধান গাছের বৈশিষ্ট্য ব্যতিক্রম দেখতে পান, যা অনান্য ধান গাছে থেকে অনেক বেশি সুস্থ -সবল ও উচ্চ ফলনশীল। তিনি সেখান থেকে বীজ সংগ্রহ করেন যা তিনি বারা বার পুরাবৃত্তি করেন। একসময় উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েযান। এলাকার অনান্য কৃষকরা হরিপদ কাপালীল কাছ থেকে বীজ সংগ্রহ করে ইরি ও বোরো মৌসুমে আবাদ শুরু করেন।
একসময় ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা নিরিক্ষা করে বিশেষ ধরনের এই জাতের ধান চাষের ওপর ছাড়পত্র দেয়।
এ জাত উদ্ভাবনের জন্য হরিপদ স্থানীয় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১৬টি পদক পেয়েছন।
হরিপদ কাপালী ২০১৭ সালের ৬ জুলাই ঝিনাইদহে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।