আলঝেইমার রোগ / Alzheimer's Disease
১৯০৬ সালে জার্মান মনোচিকিৎসক ও স্নায়ুরোগবিজ্ঞানী আলইস আলঝেইমার সর্বপ্রথম এ রোগটির বর্ণনা দেন; তাই তার নামানুসারেই এ রোগের নাম রাখা হয়।
লক্ষণ-
- সাম্প্রতিক ঘটনাবলী মনে রাখতে অসুবিধা হয়।
- দিকভ্রান্তি
- মেজাজ ওঠানামা
- আলঝেইমার রোগরোগের প্রকৃত কারণ উদ্ঘাটন করা এখনও সম্ভব হয় নি।
- এক ধরনের বার্ধক্যজনিত স্নায়বিক অবক্ষয়মূলক রোগ।
- চিত্তভ্রংশের সবচেয়ে সাধারণ রূপ।
- এই রোগের কোনও প্রতিকার নেই।
- রোগটি অগ্রগতির সাথে সাথে রোগীর অবস্থার অবনতি হয় এবং অবশেষে রোগী মৃত্যুর পথে পরিচালিত হয়।