ক্রোমোজোম-Chromosomes

 

ক্রোমোজোম: কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন ও রং ধারণকারী যে উপাদান নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত এবং মিউটেশন ও প্রকরণে বিশেষ ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে।

বস্থানঃ নিউক্লিয়াসে

আবিষ্কারকঃ Strasburge (1875 সালে)

সংখ্যাঃ 2 হতে 1600 (2nঅবস্থায়)

দৈর্ঘ্যঃ 3.5 থেকে 30 মাইক্রন

প্রস্থঃ 0.2 থেকে 2 মাইক্রন

প্রকারভেদঃ ১. অটোসোম ২. সেক্স ক্রোমোসোম

আকৃতিঃ ১. মেটাসেন্টিক, ২. সাব-মেটাসেন্ট্রিক,

৩. এক্রোসেন্ট্রেক ৪. টেলোসেন্ট্রিক

রাসায়নিক উপাদানঃ ১. নিউক্লিক এসিড(DNA ও RNA),

২. প্রোটিন(হিস্টোন ও নন-হিস্টোন),

৩. ধাতব আয়ন

৪. এনজাইম (DNA পলিমারেজ, RNA পলিমারেজ ও নিউক্লিয়োসাইড ট্রাইফাটেজ)

ভৌত গঠনঃ

১. ক্রোমাটিন,

২. ক্রোমাটিড,

৩. সেন্ট্রোমিয়ার,

৪. বাহু,

৫. কাইনেটোকোর,

৬. ক্রোমোমিয়ার,

৭. গৌণকুঞ্চন,

৮. স্যাটেলাইট,

৯. টেলোমিয়ার,

১০. ম্যাট্রিক্স,

১১. পেলিকল

কাজঃ

১. বংশপরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ, বহন এবং স্থানান্তর করে।

২.কোষ বিভাজনে ভূমিকা পালন করে।

৩. DNA বা জিন অণু ধারণ করা।

৪. DNA এর ছাঁচ অনুযায়ী তৈরী mRNA এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করা।

৫. জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে।


Next Post Previous Post