রসায়ন(সৃজনশীল) | দিনাজপুর বোর্ড | [এসএসসি-২০২৪]


রসায়ন(সৃজনশীল)

১। 'M' একটি যৌগে C = 40% , H = 6.67% এবং অক্সিজেন বিদ্যমান। যৌগটির আণবিক ভর 180.

(ক) আইসোটোপ কাকে বলে?

(খ) সাবান ও ডিটারজেন্টের পার্থক্য লেখ।

(গ) 'M' যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।

(ঘ) 'M' যৌগটির 2L, 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিক বিশ্লেষণ কর।

        

২।


(ক) অপধাতু কাকে বলে?

(খ) পিপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন প্রয়োগ করা হয় কেন?

(গ) 'X' যৌগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা কর।

(ঘ) 'Y' যৌগ হতে জারক ও নিরুদকধর্মী এসিড প্রস্তুত সম্ভব কিনা? বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।

৩।

রসায়ন(সৃজনশীল)

[এখানে, h = 6.626 X10-34 m 2 kg / s]

(ক) ওয়াশিং সোডা কাকে বলে?

(খ) Rb কে ক্ষার ধাতু বলা হয় কেন?

(গ) 'B' মডেলের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় কর।

(ঘ) 'A' 'B' মডেলের কোনটি অধিক উপযোগী? বিশ্লেষণ কর।

৪।

(ক) পারমাণবিক শাঁস কাকে বলে?

(খ) নিশাদল ঊর্ধ্বপাতিত পদার্থ- ব্যাখ্যা কর।

(গ) 'C' যৌগটি ক্ষারধর্মী -প্রমাণ কর।

(ঘ) 'D' যৌগটি বিরঞ্জক ও জীবাণুনাশক- বিশ্লেষণ কর।

৫।

[X, Y, Z  প্রচলিত প্রতীক নয়]

(ক) pH কাকে বলে?

(খ) গাঢ় নাইট্রিক এসিডকে রঙিন বোতলে রাখা হয় কেন?

(গ) ইলেকট্রন বিন্যাসের সাহায্যে 'Z' মৌলের অবস্থান পর্যায় সারণিতে নির্ণয় কর।

(ঘ) 'X' 'Y' এবং 'Z' 'Y' দ্বারা গঠিত যৌগদ্বয়ের মধ্যে একটি পানিতে দ্রবীভূত হলেও অপরটি দ্রবীভূত হয় না-বিশ্লষণ কর।

৬।

(ক) গবেষণাগার কাকে বলে?

(খ) কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয় কেন?

(গ) (i) বিক্রিয়াটি Redox বিক্রিয়া- ব্যাখ্যা কর।

(ঘ) (ii) বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন সম্ভব- চিত্রসহ বিশ্লেষণ কর।


৭।


(ক) কণার গতিতত্ত্ব কাকে বলে?

(খ) PH4+ একটি যৌগমূলক ব্যাখ্যা কর।

(গ) (i) ও (ii) যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত? বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।

(ঘ) (ii) হতে ফ্যাটি এসিড প্রস্তুত সম্ভব কিনা? বিশ্লেষণ কর।


৮।

(ক) সুপ্ত যোজনী কাকে বলে?

(খ) He কে গ্রুপ-২ এ রাখা হয়নি কেন? ব্যাখ্যা কর।

(গ) (i) নং বিক্রিয়ার C-Cl এর বন্ধন শক্তি নির্ণয় কর।

(ঘ) (ii) নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।



Next Post Previous Post