চাপ (Pressure)
বল ও চাপ পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাশ্মি-
চাপ: একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
অর্থাৎ, চাপ = বল/ক্ষেত্রফল ; বা P =F/A
চাপের একক: Nm-2 বা Pa
চাপের মাত্র: ML-1T-2
যেন রাখো-
- চাপ একটি স্কেলার রাশ্মি তাই চাপের দিক নেই।
- তরল ও বায়বীয় পদার্থে প্রযুক্ত বা সৃষ্ট চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে।
ব্যাখ্যা কর:
১। একটি চাকুর এক পার্শ্বে ধারালো করা হয় কেন-ব্যাখ্যা কর।
২। পেরেকের সরু মাথা দেয়ালে ঢুকানো সহজ কেন?
ধাক্কা: কোন বস্তুকে বল প্রয়োগ করা হলে বস্তুতে অনুভুত বলের মানকেই ধাক্কা বলে।