চল তড়িৎ (Current Electricity)

 অধ্যায়-১১: চল তড়িৎ (Current Electricity)

গাণিতিক সমস্যা

টাইপ-১: আপেক্ষিক রোধ

টাইপ-২: তুল্যরোধ নির্ণয় কর

টাইপ-৩: তড়িৎ প্রবাহ নির্ণয় কর

টাইপ-৪: বিভব পার্থক্য নির্ণয় কর


চল বিদ্যুৎ

 11.1 বিদ্যুৎ প্রবাহ

১. তড়িৎ প্র্রবাহ কাকে বলে?

২. তড়িৎ প্রবাহের একক কি?

৩. প্রবাহমাত্রা বালতে কি বুঝ?

৪. তড়িৎপ্রবাহের সময় ইলেকট্রন স্থানান্তরিত হলেও প্রোটন স্থানান্তরিত হয় না কেন?

৫. বর্তনীর তড়িৎ প্রবাহ রোধের উপর নির্ভরশীল ব্যাখ্যা কর।[রা.বো-২১]

 

১১.১.১ তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য

১. তড়িৎচালক শক্তি কাকে বলে?

২. তড়িৎ কোষ কাকে বলে?

৩. কোষের তড়িৎচালক শক্তি বলতে কি বোঝায়?[সি.বো-২১]

৪. কোষের তড়িৎচালক শক্তি 4V বলতে কি বোঝায়?

৫. বিভব পার্থক্য ও তড়িৎচ্চালক শক্তির মধ্যে পার্থক্য লেখ।

 

১১.১.২ পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ

১. পরিবাহী কাকে বলে?

২. অন্তরক বা অপরিবাহী কী?

৩. অর্ধপরিবাহী কাকে বলে?

৪. তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহকত্ব কমে যায় কেন?

৫. তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহীর রোধ কমে যায় কেন?

৬. নিম্ন তাপমাত্রায় অর্ধ পরিবাহী অপরিবাহীর মতো আচরণ করে কেন?

৭. সিলিকনকে উত্তপ্ত করলে রোধ কমে যায় কেন?

 

১১.১.৩ বিদ্যুৎ প্রবাহের দিক

১. পর্যাবৃত্ত প্রবাহ কী?

২. পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50Hz বলতে কী বুঝ?

৩. তড়িৎ প্রবাহের প্রকৃত দিক প্রচলিত দিকের বিপরীত ব্যাখ্যা কর।

 

১১.২ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক

১. বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

 

১১.২.১ ও’মের সূত্র

১. ও’মের সূত্র সাহায্যে কি ব্যাখ্যা করা হয়?

২. ও’মের সূত্রটি লিখ।

 

১১.২.২ রোধ

১. রোধ কি?

২. কোনো পরিবাহির কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

৩. আপেক্ষিক রোধ কাকে বলে?

৪. রোধের সন্নিবেশ বা সমবায় কাকে বলে?

৫. তুল্য রোধ কাকে বলে?

 

১১.২.৩ বর্তনী বা সার্কিট

১. বর্তনী কী?

২. বর্তনীতে উপদানসমূহ কত ভাবে সংযুক্ত থাকতে পারে।

 

১১.২.৪ তুল্য রোধ: শ্রেণি বর্তনী

১. শ্রেণি বা অনুক্রমিক সন্নিবেশ কাকে বলে?

২. শ্রেণি বর্তনীর তুল্য রোধ নির্ণয়ের সমীকরণ লিখ।

 

১১.২.৫ তুল্য রোধ: সমান্তরাল বর্তনী

১. সমান্তরাল সন্নিবেশ কাকে বলে?

২. সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয়ের সমীকরণ লিখ।

 

১১.৩ তড়িৎ ক্ষমতা

১. তড়িৎ ক্ষমতা কাকে বলে?

২. BOT কী?

৩. একটি বাতির গায়ে 220V-32W লেখা আছে, এর অর্থ কী?

৪. বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 100 মেগাওয়াট বলতে কী বোঝ? [ব.বো-১৯]

 

১১.৪ বিদুৎ পরিবহন

১. সিস্টেম লস কী?

২. সিস্টম লস কেন হয় ব্যাখ্যা কর।

৩. বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন?

 

১১.৪.২ লোডশেডিং

 

১১.৫ বিদ্যুতের নিরাপদ ব্যবহার

১. ফিউজ কী?

২. ভূসংযোগ তার নিম্নরোধের হওয়ার কারণ ব্যাখা কর।

 

১১.৬ বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা


Next Post Previous Post