রোধ

 

১. রোধ কি?

@ পরিবাহির যে ধর্মের জন্য এর মধ্য দিযে তড়িৎপ্রবাহ বাধাগ্রস্থ হয় তাকে রোধ বলে।

২. কোনো পরিবাহির কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

@ কোনো পরিবাহির রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে, যথা-

১। পরিবাহির দৈর্ঘ্য

২। পরিবাহির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

৩। পরিবাহির উপাদান

৪। পরিবাহির তাপমাত্রা

৩. আপেক্ষিক রোধ কাকে বলে?

@ একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহির রোধকে আপেক্ষিক রোধ বলে।

৪. রোধের সন্নিবেশ বা সমবায় কাকে বলে?

@ একাধিক রোধকে একত্রে সংযোগ করাকেই রোধের সন্নিবেস বলে।

রোধের সন্নিবেশ দুই প্রকার, যথা- ১। শ্রেণি সন্নিবেশ       ২। সমান্তরাল সন্নিবেশ

৫. তুল্য রোধ কাকে বলে?

একাধির রোধের পরিবর্তে সমমানের একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয় তাহলে উক্ত রোধকে প্রথমোক্ত রোধগুলোর তুল্য রোধ বলে।

Next Post Previous Post