অধ্যায়-১১: খনিজ সম্পদ: জীবাশ্ম
অধ্যায়-১১: খনিজ সম্পদ: জীবাশ্ম
প্রশ্নঃ জীবাশ্ম কাকে বলে?
- বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে।
প্রশ্নঃ জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
- শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ মাটির নিচে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্মরূপে পাওয়া গেছে, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একেই - জীবাশ্ম জ্বালানি বলা হয়।
প্রশ্নঃ LPG কাকে বলে?
- Liquefied Petroleum Gas। এ গ্যাস রান্নার কাজে ও অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।
প্রশ্নঃ ন্যাপথা কাকে বলে?
- পেট্রোলিয়ামের আংশিক পাতনে 71 - 120 °C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত পেট্রোলিয়ামের অংশই ন্যাপথা। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে।
প্রশ্নঃ কেরোসিন কাকে বলে?
- পেট্রোলিয়ামের আংশিক পাতনে 121- 170°C তাপমাত্রা অঞ্চল থেকে পৃথকীকৃত অংশকে কেরোসিন বলে। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে।
প্রশ্নঃ হাইড্রোকার্বন কাকে বলে?
- শুধু কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে।
যেমন CH4, C2H6
প্রশ্নঃ কার্বন মৌল এত বেশি যৌগ গঠন করে কেন?
- কার্বন মৌল এত বেশি যৌগ গঠনের কারণ বা প্রাচৃর্যতার করণ নিম্নরূপ-
২। সমানুতা ধর্ম
৩। পলিমারকরণ
৪। সমানুতা
৫। সংকরণ
প্রশ্নঃ ক্যাটেনেশন কাকে বলে?
- কোন মৌলের একাধিক পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হওয়ার ক্ষমতাকে ঐ মৌলের ক্যাটেনেশন বলে।
প্রশ্নঃ অ্যালিফেটিক যৌগ কাকে বলে?
- যে সকল জৈব যৌগের অণুতে কার্বন পরমাণুসমূহের মুক্ত শিকল বিদ্যমান তাদেরকে অ্যালিফেটিক যৌগ বলা হয়।
প্রশ্নঃ সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
- যে সকল হাইড্রোকার্বনে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
প্রশ্নঃ অ্যালকাইল মূলক কাকে বলে?
- অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে।
প্রশ্নঃ প্যারাফিন কাকে বলে?
- রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তথা আসক্তিহীন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়।
- একই অক্ষ বরাবর অবস্থিত দুটি অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অধিক্রমের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী সিগমা বন্ধন বলে।
প্রশ্নঃ সমযোজী পাই বন্ধন(𐍀) কাকে বলে?
- একই অক্ষ বরাবর অবস্থিত দুটি অর্ধপূর্ণ p অরবিটালের পাশাপাশি অধিক্রমের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী পাই বন্ধন বলে।
প্রশ্নঃ অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
- যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত একটি দ্বি-বন্ধন (=) বা একটি ত্রিবন্ধন (≡) থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
প্রশ্নঃ অ্যালকিন কাকে বলে?
- যে জৈব যৌগের কার্বন শিকলে অন্ততঃ একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে, তাকে অ্যালকিন বলে।
প্রশ্নঃ অলিফিন কাকে বলে?
- নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন যেমন: ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের (Cl2, Br2) এর সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাকে অলিফিন বলা হয়।
প্রশ্নঃ অ্যালকাইন কাকে বলে?
- যে জৈব যৌগের কার্বন শিকলে অন্ততঃ একটি কার্বন-কার্বন ত্রিবন্ধন (- C≡C-) থাকে তাকে অ্যালকাইন বলে।
প্রশ্নঃ অ্যালকোহল কাকে বলে?
- যে জৈব যৌগে তথা অ্যালিফেটিক হাইড্রোকার্বনে হাইড্রোক্সিল মূলক (- OH) বিদ্যমান থাকে, তাকে অ্যালকোহল বলে। এর সাধারণ সংকেত: C_n H_2n-OH
প্রশ্নঃ জৈব এসিড কাকে বলে?
- যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ (-COOH) বিদ্যমান থাকে তাকে কার্বক্সিলিক এসিড বা জৈব এসিড বা ফ্যাটি এসিড বলে। এর সাধারণ সংকেত C_n H_(2n+1)-COOH
প্রশ্নঃ ভিনেগার কাকে বলে?
- ইথানয়িক এসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার (vinegar) বলে ।
প্রশ্নঃ অ্যালডিহাইড কাকে বলে?
- যে জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ (-CHO) বিদ্যমান থাকে, তাকে অ্যালডিহাইড বলে।
প্রশ্নঃ ফরমালিন কাকে বলে?
- ফরমালডিহাইড (HCHO) এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
প্রশ্নঃ রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
- ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে । একে হোমিও ওষুধে ব্যবহার করা হয়।
প্রশ্নঃ ডেলরিন কাকে বলে?
- মিথান্যাল এর জলীয় দ্রবণকে অতি নিম্নচাপে উত্তপ্ত করলে যে পলিমার উৎপন্ন হয়, তাকে ডেলরিন বলা হয়।
প্রশ্নঃ মনোমার কাকে বলে?
- পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিতে এক একটি মনোমার বলে।
প্রশ্নঃ পলিমার কাকে বলে?
- পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার বলে।
প্রশ্নঃ সংযোজন পলিমারকর কাকে বলে?
- যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকলবিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়।
প্রশ্নঃ পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?
- যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া (Polymerization Reaction) বলে।
প্রশ্নঃ ঘনীভবন পলিমার কাকে বলে?
- যে পলিমারকরণ মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন: H2O, CO2 ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।
প্রশ্নঃ নাইলন 6:6 কাকে বলে?
- টাইটানিয়াম অক্সাইড ( TiO2) এর উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক এসিড উত্তপ্ত করলে যে যৌগ পাওয়া যায় তাকে নাইলন 6:6 বলে।
প্রশ্নঃ PVC কাকে বলে?
- PVC হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, যা জৈব পার অক্সাইডের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পাওয়া যায়।
প্রশ্নঃ জৈব যৌগ কাকে বলে?
- কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়।