@ নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের দশটি শিখন যোগ্যতা -
ব্যাখ্যা: শিক্ষার্থীরা কোনো সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বৈজ্ঞানিক
তত্ত্বসমূহ অনুসন্ধান করবে এবং এই তত্ত্বসমূহ কীভাবে পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে
প্রতিষ্ঠিত হয়েছে তা বিশ্লেষণ করবে। একইভাবে অন্যান্য বৈজ্ঞানিক তত্ত্ব/ধারণা
নিয়ে আলোচনার মাধ্যমে সভ্যতার ক্রমবিকাশে বিজ্ঞানের অবদান উদঘাটন করবে।
ব্যাখ্যা: শিক্ষার্থীরা অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন বহুমাত্রিক বৈজ্ঞানিক তত্ত্ব/সমস্যাকে গানিতিক
সমীকরণের মাধ্যমে প্রকাশ করবে, এবং গাণিতিক দক্ষতা প্রয়োগের মাধ্যমে এসকল তত্ত্ব/সমস্যা সমাধানে এই সমীকরণ
ব্যবহার করবে।
ব্যাখ্যা: শিক্ষার্থীরা মহাবিশ্ব ও পৃথীবির বিভিন্ন সজীব ও অজীব বস্তুর গঠন
পর্যবেক্ষণ করবে। বিভিন্ন বস্তুর গঠনবৈশিষ্ট্য তুলনার মাধ্যমে এদের গঠনের
প্যাটার্ন খুঁজে বের করবে। বিচিত্র বৈশিষ্ট্যের সজীব ও অজীব বস্তু পর্যবেক্ষণ
করলে একটা সুনির্দিষ্ট প্যাটার্ন দেখা যায় এবং কিছু নির্দিষ্ট নিয়ম বা order অনুযায়ী এদের গঠনের কার্যকরী এককগুলো বিন্যস্ত হয়, তা শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে।
ব্যাখ্যা: শিক্ষার্থীরা ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর গঠন কাঠামো, আচরণ, কাজ, ও অন্যান্য দৃশ্যমান বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এসব বস্তু কোন গঠনগত
বৈশিষ্ট্যের জন্য কোন নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে তা খুঁজে বের করবে। এর
ভিত্তিতে কোনো বস্তুর দৃশ্যমান বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে ক্ষুদ্রতর স্কেলে এর
গঠনের প্যাটার্ন অনুমান করতে পারবে।
ব্যাখ্যা: শিক্ষার্থীরা কোনো সিস্টেম বা ব্যবস্থায় বিভিন্ন বস্তুর শক্তির আদান
প্রদান পর্যবেক্ষণ করবে এবং এর মাধ্যমে শক্তির কোন রূপ অন্য কোন রূপে
রূপান্তরিত হচ্ছে তা পর্যবেক্ষণ করবে, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শক্তির যে ক্ষয় বা বিনাশ নেই, শুধুমাত্র রূপান্তর আছে তা উদ্ঘাটন করবে।
৯.৬ অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ,
অতি দ্রুত বা অতি মন্থর স্কেলে সিস্টেমের আপাত স্থিতাবস্থার যে পরিবর্তন ঘটে
তা উপলব্ধি করতে পারা;
৯.৭ মহাবিশ্বের বস্তুসমূহের মধ্যকার অন্তর্নিহিত প্যাটার্ন ও সুশৃঙ্খলতা
হৃদয়ঙ্গম করতে পারা;
৯.৮ বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে জীববৈচিত্র্যের প্যাটার্ন উদঘাটন করতে
পারা;